কিভাবে SSL ইন্সটল করতে হয়?

হ্যাকারদের হাত থেকে আমাদের ওয়েবসাইট এর ডেটা সুরক্ষিত রাখতে SSL ব্যবহার করতে হয়। আপনি চাইলে ফ্রি বা পেইড SSL ব্যবহার করতে পারবেন। BDIXHOST.COM থেকে যেকোনো হোস্টিং প্যাকেজ নিলে আপনি ফ্রি SSL পাবেন।

SSL ইন্সটল করতে প্রথমে আপনার হোস্টিং cPanel এ লগইন করবেন। তারপর একটু নিচে বা সার্চ বারে Let's Encrypts লিখে সার্চ দিলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।


তারপর আপনার যে ডোমেইন এ ইন্সটল করবেন সেটার পাশে Issue তে ক্লিক করুন।

তারপর নতুন পেইজের নিচে আবার Issue তে ক্লিক করুন।
ব্যস, কাজ শেষ।

নোটঃ SSL ইন্সটল করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন যে আপনার DNS টি সঠিক ভাবে প্রোপাগেট হয়ছে।

  • 0 Users Found This Useful
Was this answer helpful?